তুমিই নীহারিকা
সমস্ত কবিতা আজ আমার বাকরূদ্ধ:
ভাষা নেই, অশ্রুসিক্ত- দেশ ও মাটি;
ওদের হৃদপিণ্ড নেই, আছে ক্ষমতা!
ওদের সন্তান নেই, আছে ক্ষমতার লালসা!
তাই নিরবিগ্নে চালায় তোমার বুকে গুলি,
রক্তাক্ত বাংলার বর্ণমালা- কবিতা আরও
জেগে উঠো সূর্য গোলা ভোর কিংবা
একমুঠো সূর্য জয়! তোমার রক্ত ব্যথা নয়-
"আবু সাইদ" তুমি অমর এই কবিতায় চলাচল
বাংলার ঘরে ঘরে তুমিই নক্ষত্র, নীহারিকা!
১৭/৭/২৪
ভাষা নেই, অশ্রুসিক্ত- দেশ ও মাটি;
ওদের হৃদপিণ্ড নেই, আছে ক্ষমতা!
ওদের সন্তান নেই, আছে ক্ষমতার লালসা!
তাই নিরবিগ্নে চালায় তোমার বুকে গুলি,
রক্তাক্ত বাংলার বর্ণমালা- কবিতা আরও
জেগে উঠো সূর্য গোলা ভোর কিংবা
একমুঠো সূর্য জয়! তোমার রক্ত ব্যথা নয়-
"আবু সাইদ" তুমি অমর এই কবিতায় চলাচল
বাংলার ঘরে ঘরে তুমিই নক্ষত্র, নীহারিকা!
১৭/৭/২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১০/০৮/২০২৪অনেক সুন্দন
-
কামরুজ্জামান সাদ ৩১/০৭/২০২৪গনগনে সূর্যের ন্যায় দীপ্তি নিয়ে এসেছিল ছেলেটা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২০/০৭/২০২৪বেশ সুন্দর
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২৪ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৭/২০২৪বেশ সুন্দর কবি দা