জন্ম দিন
এই জন্মের প্রথা শুধু
জল মাটির সাথে মিশে যাচ্ছে;
ঘাসফড়িংরা জন্ম দিনের
শুভেচ্ছাই দুলছে!
ও দিকে চাঁদ মুচকি হাসির
আড়ালে অমবস্যায় ঢাকছে;
যেখানে দলছুট মাঠে প্রণয়ের
আকাশ ঘুড়ি হয়ে গেছে-
সেখানে কি করে জন্ম দিন
সুমিষ্টি প্রণয়ে আশা জাগে-
কেক বিস্কুট উইপোকা বাসর ঘর
তবু নিজেই নিজে শুভেচ্ছা নেয়
আজ নাকি আমার জন্ম দিন!
২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই’২৪
জল মাটির সাথে মিশে যাচ্ছে;
ঘাসফড়িংরা জন্ম দিনের
শুভেচ্ছাই দুলছে!
ও দিকে চাঁদ মুচকি হাসির
আড়ালে অমবস্যায় ঢাকছে;
যেখানে দলছুট মাঠে প্রণয়ের
আকাশ ঘুড়ি হয়ে গেছে-
সেখানে কি করে জন্ম দিন
সুমিষ্টি প্রণয়ে আশা জাগে-
কেক বিস্কুট উইপোকা বাসর ঘর
তবু নিজেই নিজে শুভেচ্ছা নেয়
আজ নাকি আমার জন্ম দিন!
২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৬/০৩/২০২৫Vinno rokom proyash
-
শ.ম. শহীদ ১২/০৭/২০২৪অসামান্য
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২৪চমৎকার .।
-
বিজন বেপারী ০৮/০৭/২০২৪দারুণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৭/২০২৪মুগ্ধ আমি মুগ্ধ হে