গেদা নয়
ঐ বাড়ির কিছু ঝড় বৃষ্টি
মনে করে আমি গেদা হয়ে গেছি;
কিন্ত গেদার দুঃখ কষ্ট বেদনা
বুঝার চেষ্টা নেই,
মনুষ্যত্ব বিবেক বৃদ্ধি খেটে বুঝতে হবে
আমার আমি গেদা নয়;
গেদা আমাকে তৈরি করা হচ্ছে ঠোঁটে আদরে
তবু গেদা থেকে অনেকটা দুরত্ব
এখন আমি মেঘ শূন্য আকাশ বৃষ্টি বাদল কষ্টি পাথর
চোখে গলায় শুধু শ্মশান বালুচর।
০৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন’২৪
মনে করে আমি গেদা হয়ে গেছি;
কিন্ত গেদার দুঃখ কষ্ট বেদনা
বুঝার চেষ্টা নেই,
মনুষ্যত্ব বিবেক বৃদ্ধি খেটে বুঝতে হবে
আমার আমি গেদা নয়;
গেদা আমাকে তৈরি করা হচ্ছে ঠোঁটে আদরে
তবু গেদা থেকে অনেকটা দুরত্ব
এখন আমি মেঘ শূন্য আকাশ বৃষ্টি বাদল কষ্টি পাথর
চোখে গলায় শুধু শ্মশান বালুচর।
০৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০৬/২০২৪সুন্দর
-
তরুন ইউসুফ ২৪/০৬/২০২৪দারুন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৬/২০২৪অনবদ্য
-
ফয়জুল মহী ২৩/০৬/২০২৪অসাধারণ এক অনুভূতি প্রকাশ করেছেন