আইলের মোড়গুলো অপরিচিত
দক্ষিণা জানালার পাশে কাক নেই
বৈকালি দুরন্তপনার গন্ধ ঝাঁঝ;
পশ্চিমে আর আসে না, সেই যে কবে
কালবৈশাখি ঝড় হয়েছিল-
মনে নেই, দিনের চাঁদ মাটিতে পারবে;
অথচ চাঁদ- মাটিকে ছুঁইল না;
ঝি ঝি পোকারা গান শুনাই না আর
রাতের ভয়টাও কেটে গেছে অনেক খানি
দাঁড়িয়ে থাকা আইলের মোড়গুলো-
অপরিচিত- সমস্ত পথ এখন শ্মশান।
২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জুন’২৪
বৈকালি দুরন্তপনার গন্ধ ঝাঁঝ;
পশ্চিমে আর আসে না, সেই যে কবে
কালবৈশাখি ঝড় হয়েছিল-
মনে নেই, দিনের চাঁদ মাটিতে পারবে;
অথচ চাঁদ- মাটিকে ছুঁইল না;
ঝি ঝি পোকারা গান শুনাই না আর
রাতের ভয়টাও কেটে গেছে অনেক খানি
দাঁড়িয়ে থাকা আইলের মোড়গুলো-
অপরিচিত- সমস্ত পথ এখন শ্মশান।
২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জুন’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৬/২০২৪দারুণ
-
ফয়জুল মহী ১২/০৬/২০২৪খুব সুন্দর লেখা