স্বপ্ন নেশা
স্বপ্ন মিথ্যা জীবনেরও কায়া
জানি তোমার কাছে-
স্বপ্ন জীবন সুন্দর সত্য মায়া
আমার শুধু কষ্ট ছায়া;
মূল্যহীন সময়গুলো চলা
যে দিকে তাকাই ঝরা
পাতা- ফুলের পাপড়ি ছিড়া;
তবু রাতে জাগে
এক ঝাক নির্ঘুম স্বপ্ন নেশা
শিশিরি জমা কান্না-
শূন্যতেই ভেলা জীবন!
কেউ কার নয় রে আপন।
২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জুন’২৪
জানি তোমার কাছে-
স্বপ্ন জীবন সুন্দর সত্য মায়া
আমার শুধু কষ্ট ছায়া;
মূল্যহীন সময়গুলো চলা
যে দিকে তাকাই ঝরা
পাতা- ফুলের পাপড়ি ছিড়া;
তবু রাতে জাগে
এক ঝাক নির্ঘুম স্বপ্ন নেশা
শিশিরি জমা কান্না-
শূন্যতেই ভেলা জীবন!
কেউ কার নয় রে আপন।
২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জুন’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৬/২০২৪সুন্দর নিবেদন
-
ফয়জুল মহী ১১/০৬/২০২৪বাহ্ অসাধারণ অনুভূতির প্রকাশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৬/২০২৪বেশ