ভদ্র রঙে রঙিন
প্রেমে পরেছি সকাল কিংবা সন্ধ্যায়
কখন শিখতে গিয়ে পা পিছলে
পরে গেলাম চুমুর উপর
আহা, ভদ্র তুকে ছুইতে পারলাম না
তুই আষাঢ়ের বৃষ্টি হইলি -
তুই শ্রাবণের মেঘ হইলি
শুধু শুধুই চুমুর রঙে রঙধনু
বিকাল হইলি না- আহা
ভদ্র এ কেমন ফাল্গুনে ধরিয়ে
দিলি আগুন,শুধু ভদ্র রঙে রঙিন।
২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জুন’২৪
কখন শিখতে গিয়ে পা পিছলে
পরে গেলাম চুমুর উপর
আহা, ভদ্র তুকে ছুইতে পারলাম না
তুই আষাঢ়ের বৃষ্টি হইলি -
তুই শ্রাবণের মেঘ হইলি
শুধু শুধুই চুমুর রঙে রঙধনু
বিকাল হইলি না- আহা
ভদ্র এ কেমন ফাল্গুনে ধরিয়ে
দিলি আগুন,শুধু ভদ্র রঙে রঙিন।
২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জুন’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ১১/১২/২০২৪দারুণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/০৯/২০২৪সুন্দর রঙ।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৮/০৬/২০২৪অপূর্ব হয়েছে
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৬/২০২৪নাইস
-
ফয়জুল মহী ০৭/০৬/২০২৪অসাধারণ সুন্দর প্রকাশ।