ফর্সা চাঁদ
আমার প্রেমের রঙ ধূসর মাটি
এখন শুধু উজ্জ্বল ফর্সার চাঁদ
কখন রঙিন, কখনো বা
বেদনার ঘন নীল মেঘে রাত!
মাঝে মাঝে জেগে উঠে
শেষ রাতের উষ্ণ বাতাস!
অথচ মরা গাঙ্গে শীতল হাওয়া
প্রেম যে উষ্ণ পায় না; যত বার
বুঝাতে চাই এটা প্রেম নয়-
তবু মৃত্যুর গন্ধ ঝরে যায় জল।
৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে’২৪
এখন শুধু উজ্জ্বল ফর্সার চাঁদ
কখন রঙিন, কখনো বা
বেদনার ঘন নীল মেঘে রাত!
মাঝে মাঝে জেগে উঠে
শেষ রাতের উষ্ণ বাতাস!
অথচ মরা গাঙ্গে শীতল হাওয়া
প্রেম যে উষ্ণ পায় না; যত বার
বুঝাতে চাই এটা প্রেম নয়-
তবু মৃত্যুর গন্ধ ঝরে যায় জল।
৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৯/২০২৪অসাধারণ লাগল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৬/২০২৪বেশ
-
সৌবর্ণ বাঁধন ২৯/০৫/২০২৪চমৎকার লিখা
-
ফয়জুল মহী ২৩/০৫/২০২৪অনিন্দ্য সুন্দর লিখেছেন
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৩/০৫/২০২৪খুব সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৫/২০২৪নাইস