লাল পাপড়ি চোখ
একটা সুন্দর ছবি ফর্সা মেঘের দল
ছোটাছুটি তবু বৃষ্টি ছন্দ নয়
মাটিতে স্পর্শ জোড়ায় নরম পা
কোথায় কোথায় উড়া পায়রা
বুকের ভিতর মলিন বাসা
অথচ ছবি হাসে না চাঁদের পূর্ণিমা
গোলাপের লাল পাপড়ি চোখ
যমুনা জলের ঘাট সবই অচেনা মুখ
তবু মৃত্তিকার গন্ধ কেমন জানি বাতাসে
দুবলা ঘাসে,মিশায় এক মুঠো রোদ।
২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে’২৪
ছোটাছুটি তবু বৃষ্টি ছন্দ নয়
মাটিতে স্পর্শ জোড়ায় নরম পা
কোথায় কোথায় উড়া পায়রা
বুকের ভিতর মলিন বাসা
অথচ ছবি হাসে না চাঁদের পূর্ণিমা
গোলাপের লাল পাপড়ি চোখ
যমুনা জলের ঘাট সবই অচেনা মুখ
তবু মৃত্তিকার গন্ধ কেমন জানি বাতাসে
দুবলা ঘাসে,মিশায় এক মুঠো রোদ।
২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/০৯/২০২৪খুব সুন্দর লিখেছেন।
-
আব্দুর রহমান আনসারী ১১/০৫/২০২৪ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৫/২০২৪সুন্দর
-
আমি-তারেক ০৮/০৫/২০২৪Sundor shironam
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৫/২০২৪নাইস
-
ফয়জুল মহী ০৭/০৫/২০২৪অসাধারণ লিখেছেন