শ্রমিক বার মাস
দেহ ঘামের নুনটা যেনো
শ্রমের গন্ধ মাখা আতর!
যার মূল্য শুধু শ্রম দিবস
হয় না লাল স্যালুটে খোলস;
শ্রমের ঘামে যে রক্ত দেখি
পাঁজর টন টন তীব্র কাশি-
শ্রমিক ছাড়া হয় না বাজি
বছর ঘুরায় আর কত বাঁকি
দুই দেহতে শ্রম দিয়ে ভরা
কে কার দেখে না হাঁসফাঁস;
তবু ভাই শ্রমিক বার মাস।
শ্রমের গন্ধ মাখা আতর!
যার মূল্য শুধু শ্রম দিবস
হয় না লাল স্যালুটে খোলস;
শ্রমের ঘামে যে রক্ত দেখি
পাঁজর টন টন তীব্র কাশি-
শ্রমিক ছাড়া হয় না বাজি
বছর ঘুরায় আর কত বাঁকি
দুই দেহতে শ্রম দিয়ে ভরা
কে কার দেখে না হাঁসফাঁস;
তবু ভাই শ্রমিক বার মাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৮/২০২৪চমৎকার
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০৮/২০২৪খুব সুন্দর প্রকাশ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৬/২০২৪সুন্দর নিবেদন
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২৪Excellent 👌
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০৫/২০২৪অসাধারণ লেখেছেন কবি দা!
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/০৫/২০২৪শ্রমের ঘাম আতর সমান - বেশ মাননসই কথা।