কঠিন ব্যবসা
হাতের মুঠোই কঠিন ব্যবসা চলছে
পা শুধু এক লাফে গাছে উঠার
স্বপ্ন স্বাদ- ফুরে যাচ্ছে রাত;
লোভে গার ব্যথা,দুর্বলতার চোখ
তবু ছলাকলা সংগোপন
কঠিন তরে হয় না কেনো সহজ
ব্যবসার গতি আরও কঠিন
ক্ষুধার জ্বালা কি ভয়ঙ্কর?
হবে না তো ‘‘ভাত দে হারামজাদা,
তা না হলে মানচিত্র খাবো’’
তবু এভাবেই চলছে দিনের পর দিন
কঠিন থেকে কঠিন ব্যবসা।
০৪ চৈত্র ১৪৩০, ১৮ মার্চ ’২৪
পা শুধু এক লাফে গাছে উঠার
স্বপ্ন স্বাদ- ফুরে যাচ্ছে রাত;
লোভে গার ব্যথা,দুর্বলতার চোখ
তবু ছলাকলা সংগোপন
কঠিন তরে হয় না কেনো সহজ
ব্যবসার গতি আরও কঠিন
ক্ষুধার জ্বালা কি ভয়ঙ্কর?
হবে না তো ‘‘ভাত দে হারামজাদা,
তা না হলে মানচিত্র খাবো’’
তবু এভাবেই চলছে দিনের পর দিন
কঠিন থেকে কঠিন ব্যবসা।
০৪ চৈত্র ১৪৩০, ১৮ মার্চ ’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২১/০৩/২০২৪অসাধারণ লেখেছেন কবি দা!
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২৪অনুপম
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৯/০৩/২০২৪সুন্দর লিখেছেন
-
ফয়জুল মহী ১৯/০৩/২০২৪চমৎকার অনুভূতি অসাধারণ প্রকাশ
ভীষণ ভালো লাগলো -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৩/২০২৪নাইস