রক্ত চুষা রাত
আমার দেহের খাটে
নরম বিছানায় মশার রক্ত চুষা রাত-
অথচ রান্না করা পাতিলে
মাছ, মাংসের গন্ধ নাই
সবিই ঊর্ধ্বমুখি বাজারের ঘুম;
বিশ্বাস করার উপায় নাই-
বিনিময় ছাড়া কিছু নাই
তাহলে সৎ গন্ধ কোথায় পাই
বুঝেছি, সংগোপনটাও অভিনয়
রক্ত চুষা সকালটাও যেনো মশার খাট।
৪-৩-২৪
নরম বিছানায় মশার রক্ত চুষা রাত-
অথচ রান্না করা পাতিলে
মাছ, মাংসের গন্ধ নাই
সবিই ঊর্ধ্বমুখি বাজারের ঘুম;
বিশ্বাস করার উপায় নাই-
বিনিময় ছাড়া কিছু নাই
তাহলে সৎ গন্ধ কোথায় পাই
বুঝেছি, সংগোপনটাও অভিনয়
রক্ত চুষা সকালটাও যেনো মশার খাট।
৪-৩-২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৩/২০২৪সুন্দর লেখেছেন কবি দা!
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৫/০৩/২০২৪খুব সুন্দর লাগলো
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৪/০৩/২০২৪ভালো
-
ফয়জুল মহী ০৪/০৩/২০২৪মুগ্ধতা অশেষ
শুভ কামনা রইলো কবির জন্য....