চল এ বার
কদুর ডগায় কি প্রতিবাদ করি
এতটুকু বাতাস গায়ে লাগে না,
তবু যেনো আপেল মুখি ঠোঁট-
বনো হাঁস চোখ, বিড়াল যাদু কণ্ঠ
আহা কি হরিণী চিন্তা ভাবনা;
সবই আজ মরা গঙ্গার জল-
যাকে বলে মায়া কান্নার ছল!
আঙ্গুলে ফুটায় অভয়ারণ্যের পাতা
অথচ মাটির সুড়সুড়ি অনুভূতিহীন
চল এ বার শ্লোগানে শ্লোগানে,
না - না শুনবে না কেউ;
১৬ ফাল্গুন ১৪৩০, ২৯ ফেব্রুয়ারি’২৪
এতটুকু বাতাস গায়ে লাগে না,
তবু যেনো আপেল মুখি ঠোঁট-
বনো হাঁস চোখ, বিড়াল যাদু কণ্ঠ
আহা কি হরিণী চিন্তা ভাবনা;
সবই আজ মরা গঙ্গার জল-
যাকে বলে মায়া কান্নার ছল!
আঙ্গুলে ফুটায় অভয়ারণ্যের পাতা
অথচ মাটির সুড়সুড়ি অনুভূতিহীন
চল এ বার শ্লোগানে শ্লোগানে,
না - না শুনবে না কেউ;
১৬ ফাল্গুন ১৪৩০, ২৯ ফেব্রুয়ারি’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৩/০৫/২০২৪চমৎকার
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৩/০৩/২০২৪খুব সুন্দর
-
ফয়জুল মহী ০২/০৩/২০২৪চমৎকার সৃজন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৩/২০২৪সুন্দর নিবেদন
-
অভিজিৎ হালদার ০১/০৩/২০২৪সুন্দর ভাবনা।
-
মধু মঙ্গল সিনহা ২৯/০২/২০২৪খুব ভালো লাগলো লেখাটি।