নেড়া মাথা
ব্যর্থতার জায়গা গুলোতে গো-গোবর ভরা
অনুভূতির ছেড়া কাপড়ে- নেড়া মাথা-
তবু জ্ঞান বোধের জানালায় ফাঁকা
নর্দমার গন্ধ বাতাস সহজে ঢুকে যায়
সুগন্ধি ছাড়া,এই হলো পরিপূর্ণ প্রণয় রূপ
যাকে বলে- সোনায় সোহাগা খুব;
যাক আমি রোজ ব্যর্থতার গন্ধ পাই
রবি শশী শুধু আমাকে পুড়াই
দুর্বলতার জায়গা বড় নির্মম- বড় অসহায়
সবটা জায়গায় কুরে কুরে খেয়ে যায়-
ব্যর্থতা তোমাকে লাল স্যালুট জানাই।
২৭-২-২৪
অনুভূতির ছেড়া কাপড়ে- নেড়া মাথা-
তবু জ্ঞান বোধের জানালায় ফাঁকা
নর্দমার গন্ধ বাতাস সহজে ঢুকে যায়
সুগন্ধি ছাড়া,এই হলো পরিপূর্ণ প্রণয় রূপ
যাকে বলে- সোনায় সোহাগা খুব;
যাক আমি রোজ ব্যর্থতার গন্ধ পাই
রবি শশী শুধু আমাকে পুড়াই
দুর্বলতার জায়গা বড় নির্মম- বড় অসহায়
সবটা জায়গায় কুরে কুরে খেয়ে যায়-
ব্যর্থতা তোমাকে লাল স্যালুট জানাই।
২৭-২-২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০২/২০২৪চমৎকার লেখনী
-
জে এস এম অনিক ২৮/০২/২০২৪শুভ কামনা
-
ফয়জুল মহী ২৭/০২/২০২৪সুন্দর লেখা শুভ কামনা রইলো
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০২/২০২৪দারুণ