চিরঋণী
২১ এর তাজা রক্ত দিয়ে
বর্ণ ফুটেছে রক্ত গোলাপ!
আঙ্গীনা জুড়ে সুবাসিত বাতাস
যেনো রফিক,শফিক- আরও
নাম না জানা শহীদ! লও সালাম;
তোমরায় ইতিহাস রক্ত স্নাত-
এই কবিতা উৎসর্গ! বাংলার আকাশ
রঙিন সাজাও বর্ণমালার প্রেম,
কষ্ট ভুলার, হাসি আনন্দ অমলিন
চিরঋণী ২১! বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
৯ ফাল্গুন ১৪৩০, ২২ ফেব্রুয়ারি’২৪
বর্ণ ফুটেছে রক্ত গোলাপ!
আঙ্গীনা জুড়ে সুবাসিত বাতাস
যেনো রফিক,শফিক- আরও
নাম না জানা শহীদ! লও সালাম;
তোমরায় ইতিহাস রক্ত স্নাত-
এই কবিতা উৎসর্গ! বাংলার আকাশ
রঙিন সাজাও বর্ণমালার প্রেম,
কষ্ট ভুলার, হাসি আনন্দ অমলিন
চিরঋণী ২১! বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
৯ ফাল্গুন ১৪৩০, ২২ ফেব্রুয়ারি’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০২/২০২৪সুন্দর
-
ফয়জুল মহী ২২/০২/২০২৪অসাধারণ লেখা। ভীষণ ভালো লাগলো।