প্রণয়ের দিবস
ফাল্গুনী হাওয়া ভাবতে ভাবতে
বকুল ছেড়ে কৃষ্ণচূ্ড়া হয়েছে আমার
মেঠো পথগুলো বেদনায় সাজিয়েছি
তবু আমার ফাল্গুন শেষ হলো না;
দেহের ভাজে ভাজে আগুন পোড়ায়
অথচ ফাল্গুনের সাতকাহন তেমনী থাকলো!
প্রণয়ের দিবসে একাকী গোলাপ ছেড়ে
শিমুল ঝরা আত্মা আর পলাশীর হাসি
তেমনী থাকলো মাঠ প্রান্তর জুড়ে
শুধু সোনালি চাঁদ পূর্ণিমায় বার বার আসে।
১ ফাল্গুন ১৪৩০, ১৪ ফেব্রুয়ারি’২৪
বকুল ছেড়ে কৃষ্ণচূ্ড়া হয়েছে আমার
মেঠো পথগুলো বেদনায় সাজিয়েছি
তবু আমার ফাল্গুন শেষ হলো না;
দেহের ভাজে ভাজে আগুন পোড়ায়
অথচ ফাল্গুনের সাতকাহন তেমনী থাকলো!
প্রণয়ের দিবসে একাকী গোলাপ ছেড়ে
শিমুল ঝরা আত্মা আর পলাশীর হাসি
তেমনী থাকলো মাঠ প্রান্তর জুড়ে
শুধু সোনালি চাঁদ পূর্ণিমায় বার বার আসে।
১ ফাল্গুন ১৪৩০, ১৪ ফেব্রুয়ারি’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২২/০২/২০২৪Vinno rokom vaber prokash
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০২/২০২৪সুন্দর নিবেদন
-
অপূর্ব দেব ১৫/০২/২০২৪সুন্দর কবিতা
-
ফয়জুল মহী ১৪/০২/২০২৪মার্জিত ও সাবলীল উপস্থাপনা-খুব ভালো লাগলো কবিতাটি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/০২/২০২৪চমৎকার প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০২/২০২৪Nice