রাগের মাথা
রাগের মাথা
শরবত করে খাওয়া যায় না,
তবে সিনা খাওয়া যায়;
অভয়রাণ্যে গলার খুব চঞ্চল ভাব
এতটুকু আটকে না গলায়!
হাসি দিয়ে ঠোঁট ভিজানো দায়
অথচ নোনা জলের নহে ক্ষয়
দেখো রাগ ভাঙ্গলেই সুখি
মনে আর পাথর ভার থাকে না;
তাই বলে রোজ রাগ করও না
সিনা রেখেছি মজা করে খাও
স্বাদটা না হয় মাথায় থাক।
১৯ মাঘ ১৪৩০, ১ ফেব্রুয়ারি’২৪
শরবত করে খাওয়া যায় না,
তবে সিনা খাওয়া যায়;
অভয়রাণ্যে গলার খুব চঞ্চল ভাব
এতটুকু আটকে না গলায়!
হাসি দিয়ে ঠোঁট ভিজানো দায়
অথচ নোনা জলের নহে ক্ষয়
দেখো রাগ ভাঙ্গলেই সুখি
মনে আর পাথর ভার থাকে না;
তাই বলে রোজ রাগ করও না
সিনা রেখেছি মজা করে খাও
স্বাদটা না হয় মাথায় থাক।
১৯ মাঘ ১৪৩০, ১ ফেব্রুয়ারি’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০২/২০২৪খুব ভাল লাগল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০২/২০২৪সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০২/২০২৪বেশ বলেছেন!
-
মোঃ বুলবুল হোসেন ০১/০২/২০২৪সুন্দর