মাটির রঙ
আমার কষ্টগুলো মৃত
তবু জেগে তুলি ফাল্গুনি হাওয়ায়
কিংবা মাঘের কুয়াশায়;
অভয়ারণ্যে বসবাস করি
প্রতিদিন ঝরতে দেখি
শুকন পাতাগুলো অথচ
আমার বর্ষপঞ্জি দেখলো না
কষ্টে কষ্টে পরিপূর্ণ থাকল
আমার সমস্ত মাটির রঙ- আর
সকালে মিষ্টি রোদের স্পর্শ।
১৫মাঘ ১৪৩০, ২৮ জানুয়ারি’২৪
তবু জেগে তুলি ফাল্গুনি হাওয়ায়
কিংবা মাঘের কুয়াশায়;
অভয়ারণ্যে বসবাস করি
প্রতিদিন ঝরতে দেখি
শুকন পাতাগুলো অথচ
আমার বর্ষপঞ্জি দেখলো না
কষ্টে কষ্টে পরিপূর্ণ থাকল
আমার সমস্ত মাটির রঙ- আর
সকালে মিষ্টি রোদের স্পর্শ।
১৫মাঘ ১৪৩০, ২৮ জানুয়ারি’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ০২/০৫/২০২৪দারুণ
-
Md. Rayhan Kazi ০৪/০২/২০২৪অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০১/২০২৪নাইস
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/০১/২০২৪ভালো
-
ফয়জুল মহী ২৮/০১/২০২৪অসাধারণ উপস্থাপন
খুব ভালো লাগলো -
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০১/২০২৪অনেক সুন্দর লিখেছেন।