লালিত দেহ
আমি আকাশ দেখি সাদা
মাটিতে শুধু নীল ভোমরা
দিগন্ত মাঠ ছুঁইতে চাই-
এক রাশ পায়রার মতো;
আমি পূর্ণিমা দেখি না আর
একাকী নিরালায়, মুঠো
মুঠো ফসলের হাঁক শুনি
গভীর দৃষ্টি বিড়ম্বনায়- তবু
সাদা মেঘের বৃষ্টিতে ভেজায়
দেহ লালিত মাটি আকাশ;
২৭ পৌষ ১৪৩০, ১১ জানুয়ারি’২৪
মাটিতে শুধু নীল ভোমরা
দিগন্ত মাঠ ছুঁইতে চাই-
এক রাশ পায়রার মতো;
আমি পূর্ণিমা দেখি না আর
একাকী নিরালায়, মুঠো
মুঠো ফসলের হাঁক শুনি
গভীর দৃষ্টি বিড়ম্বনায়- তবু
সাদা মেঘের বৃষ্টিতে ভেজায়
দেহ লালিত মাটি আকাশ;
২৭ পৌষ ১৪৩০, ১১ জানুয়ারি’২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৯/০৬/২০২৪খুব ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০১/২০২৪চমৎকার
-
মো.রিদওয়ান আল হাসান ১৪/০১/২০২৪দেহ লালিত মাটি আকাশ..
-
অভিজিৎ হালদার ১৪/০১/২০২৪ভালো ।
-
ফয়জুল মহী ১১/০১/২০২৪অসাধারণ
-
জে এস এম অনিক ১১/০১/২০২৪সুন্দর