কি সুখ পেলে
দাগের উপর দাগে কেটে গেলে
২০২৩ সাল- কি সুখ পেলে?
সুখের আসমান চাঁদ তারা-
ঐ দূর পাহাড়ের ঋর্ণ ধারা;
কি করে ভুলি বুকের ব্যথা
কয়া গেলে না কি সুখ পেলে?
পাড়ায় মহলায় রাত ১২টায়
হৈ হল্লোর করে, ফানুুষ উড়ে
২০২৪ সাল করবে বরণ!
প্রশ্ন শুধু কি সুখে বাঁধবে ঘর
অপেক্ষা মনের জোরে মন;
২০২৪ কি আছে তোর দিলে
২০২৩ তোর মতো চলবে বুঝি
সময়ের ঘড়ি, রঙিন নাটাই ঘুড়ি
বলো বলো শুধু আমায় বলো-
কে সুখি, এভাবে সংসার পেলে?
সবুজ শ্যামল স্মৃতিরা খেলে
একগলা যমুনার জলে জলে।
১৬ পৌষ ১৪৩০, ৩১ ডিসেম্বর ২৩
২০২৩ সাল- কি সুখ পেলে?
সুখের আসমান চাঁদ তারা-
ঐ দূর পাহাড়ের ঋর্ণ ধারা;
কি করে ভুলি বুকের ব্যথা
কয়া গেলে না কি সুখ পেলে?
পাড়ায় মহলায় রাত ১২টায়
হৈ হল্লোর করে, ফানুুষ উড়ে
২০২৪ সাল করবে বরণ!
প্রশ্ন শুধু কি সুখে বাঁধবে ঘর
অপেক্ষা মনের জোরে মন;
২০২৪ কি আছে তোর দিলে
২০২৩ তোর মতো চলবে বুঝি
সময়ের ঘড়ি, রঙিন নাটাই ঘুড়ি
বলো বলো শুধু আমায় বলো-
কে সুখি, এভাবে সংসার পেলে?
সবুজ শ্যামল স্মৃতিরা খেলে
একগলা যমুনার জলে জলে।
১৬ পৌষ ১৪৩০, ৩১ ডিসেম্বর ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০১/২০২৪অনন্য প্রকাশ ভঙ্গি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০১/২০২৪অপরূপ
-
ফয়জুল মহী ০১/০১/২০২৪অপরূপ লেখনিতে হৃদয় ছুঁয়ে গেল l
মুগ্ধতা পেলাম