খরিদ কর
অভিনয় দেখছো
অথচ অভিনয় পারো না
নীতি ভাবছো
নীতি ভ্রষ্ট হতে পারছো না
তাহলে কি দেখছো
ব্যাখ্যা বুঝ না উপমা বুঝ না
প্রমান কত দেখবে
দেহের সবুজ মাঠ ঘাটে
সবই অভিনয়ের
হাট বাজার- খরিদ কর শুধু
কিছু সময় ক্ষণ;
২৯ অগ্রহায়ণ ১৪৩০, ১৪ ডিসেম্বর ২৩
অথচ অভিনয় পারো না
নীতি ভাবছো
নীতি ভ্রষ্ট হতে পারছো না
তাহলে কি দেখছো
ব্যাখ্যা বুঝ না উপমা বুঝ না
প্রমান কত দেখবে
দেহের সবুজ মাঠ ঘাটে
সবই অভিনয়ের
হাট বাজার- খরিদ কর শুধু
কিছু সময় ক্ষণ;
২৯ অগ্রহায়ণ ১৪৩০, ১৪ ডিসেম্বর ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৬/১২/২০২৩ভালো
-
ফয়জুল মহী ১৬/১২/২০২৩সুন্দর লেখা
খুব ভালো লাগলো প্রিয় । -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/১২/২০২৩সুন্দর ব্যাখ্যা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/১২/২০২৩খুব সুন্দর লিখেছেন।
-
ফয়জুল মহী ১৪/১২/২০২৩চমৎকার বহিঃপ্রকাশ কবি