দুর্গম পথ
দুর্যোগের ঘনঘাটা
ক্লান্তি মন নিরাশা-
তবু দুর্গম পথ চলা!
নিশিতে পাতা ঝরা
স্বপ্ন বান শুধু রাত্রি;
জেগে উঠো অভয় যাত্রী,
শুনাও শান্তি, কেটে যাক
দুর্যোগের কালো মেঘ,
উড়ুক সাদা বক- এমন কি
রঙধনু বিকাল সাদা মেঘ।
২৬/১১/২৩
ক্লান্তি মন নিরাশা-
তবু দুর্গম পথ চলা!
নিশিতে পাতা ঝরা
স্বপ্ন বান শুধু রাত্রি;
জেগে উঠো অভয় যাত্রী,
শুনাও শান্তি, কেটে যাক
দুর্যোগের কালো মেঘ,
উড়ুক সাদা বক- এমন কি
রঙধনু বিকাল সাদা মেঘ।
২৬/১১/২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০১/১২/২০২৩সুন্দর!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/১১/২০২৩সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ২৭/১১/২০২৩অসামান্য লেখা। ।
ভীষণ ভালো লাগলো লেখাটি