শুধু বেঁচে থাকা দায়
আমি মানুষ- তুমি মানুষ
মানুষ সমগ্র জুড়ে-
তোমার লাল -আমার লাল
রক্ত পৃথিবী দেহে;
তবু সকাল দুপুর সন্ধ্যা
চলে হিংসা হিংসী
এর মাঝে বেঁচে থাকা দায়;
দাদার মৃত্যু- নানার মৃত্যু
মৃত্যু এই সংসারে
কেউ ভাবে না- কাল যে
চলে যেতে হবে কোন সংসারে?
জীবন এক আজব ঘটনা-
কেউ ভাবে না- কেউ ভাবে না
এক লাফে উঠতে চায় তাল গাছে
তবু পরিচয় মানুষ সমগ্র জুড়ে-
ঈশ্বর সাজাই মনে মনে।
০৬ অগ্রহায়ণ ১৪৩০, ২১ নভেম্বর ২৩
মানুষ সমগ্র জুড়ে-
তোমার লাল -আমার লাল
রক্ত পৃথিবী দেহে;
তবু সকাল দুপুর সন্ধ্যা
চলে হিংসা হিংসী
এর মাঝে বেঁচে থাকা দায়;
দাদার মৃত্যু- নানার মৃত্যু
মৃত্যু এই সংসারে
কেউ ভাবে না- কাল যে
চলে যেতে হবে কোন সংসারে?
জীবন এক আজব ঘটনা-
কেউ ভাবে না- কেউ ভাবে না
এক লাফে উঠতে চায় তাল গাছে
তবু পরিচয় মানুষ সমগ্র জুড়ে-
ঈশ্বর সাজাই মনে মনে।
০৬ অগ্রহায়ণ ১৪৩০, ২১ নভেম্বর ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/১২/২০২৩বেশ সুন্দর।
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/১১/২০২৩বেশ বলেছেন!
-
অভিজিৎ হালদার ২২/১১/২০২৩সুন্দর ভাবনা ।
-
মাহতাব বাঙ্গালী ২২/১১/২০২৩ভালোই লিখেছেন; উপভোগ্য
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/১১/২০২৩অনন্য
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২১/১১/২০২৩❤️
-
ফয়জুল মহী ২১/১১/২০২৩চমৎকার লেখনী,
ভালো লাগলো।