রহমত হীন
রহমত ভেসে বেড়াত
শুধু মা বলার মধ্যে!
তখন এতটুকু বুঝিনি-
এখন কেনো বুঝতেছি?
যখন মাকে হারালাম;
রহমত আর ভাসে না-
তেমনী ভাবে মায়ের মুখে
বাবা ডাক; কপাল পুড়া-
হতভাগা,এতো তারাতারি
হলাম কেন রহমত হীন।
২৩ আশ্বিন ১৪৩০, ০৮ অক্টোবর ২৩
শুধু মা বলার মধ্যে!
তখন এতটুকু বুঝিনি-
এখন কেনো বুঝতেছি?
যখন মাকে হারালাম;
রহমত আর ভাসে না-
তেমনী ভাবে মায়ের মুখে
বাবা ডাক; কপাল পুড়া-
হতভাগা,এতো তারাতারি
হলাম কেন রহমত হীন।
২৩ আশ্বিন ১৪৩০, ০৮ অক্টোবর ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১১/১০/২০২৩ভালো ভাবনা ।
-
বোরহানুল ইসলাম লিটন ১১/১০/২০২৩মায়ের মতো কিছুই হয় না কবি দা!
হারানোর পরে ঠিক বোঝা যায়! -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১০/২০২৩ভালই
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১০/২০২৩বেশ
-
আব্দুর রহমান আনসারী ০৯/১০/২০২৩চমৎকার
-
ফয়জুল মহী ০৮/১০/২০২৩চমৎকার কথামালায় সাজিয়েছেন।