প্রেম জলত থাক
অট্টালিকার ইটের ভাজে ভাজে
প্রেম দেখো সব সময়, অথচ
প্রেমের ইটভাটার অনলে জ্বলছি
ছাইপালার ছাইও হয়েছি বহুবার
কিন্তু বেশরম প্রেম আসেনি;
এখন প্রেমের চোখে দেখছে সব
খাট পালঙ্ক ইট বালি সিমেন্ট
একাকার তারপর গলা ভরা
আফসোস, আর্তনাদ, আরও
কত কি? প্রেম শুধু জলত থাক।
১৬ আশ্বিন ১৪৩০, ০১ অক্টোবর ২৩
প্রেম দেখো সব সময়, অথচ
প্রেমের ইটভাটার অনলে জ্বলছি
ছাইপালার ছাইও হয়েছি বহুবার
কিন্তু বেশরম প্রেম আসেনি;
এখন প্রেমের চোখে দেখছে সব
খাট পালঙ্ক ইট বালি সিমেন্ট
একাকার তারপর গলা ভরা
আফসোস, আর্তনাদ, আরও
কত কি? প্রেম শুধু জলত থাক।
১৬ আশ্বিন ১৪৩০, ০১ অক্টোবর ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/১০/২০২৩সুন্দর কাব্যিক নিবেদন!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/১০/২০২৩খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
ফয়জুল মহী ০১/১০/২০২৩অসাধারণ ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/১০/২০২৩অপরূপ
-
আব্দুর রহমান আনসারী ০১/১০/২০২৩অপরূপ সুন্দর