কুরে খাচ্ছে
ঐ গায়ের ওখানে-
শৈশব নেই, বাল্যকাল নেই
মৃত দুর্বল ঘাস ধু ধু-
খা খা করছে, দিব্যি দেখতে পাই;
প্রাণ চঞ্চল পথ গুলো
বহুদূর মনে হচ্ছে, ক্রমান্বয়ে
সরে যাচ্ছে, দীর্ঘশ্বাস-
আকাশ ছোঁয়া ভারি হচ্ছে;
অথচ সোনালি চোখ
ঝর্ণা ধারায় প্রবাহিত দিত্যক্ষণ!
ঐখানে আফসোস নেই-
শুধু জীবন্তলাশের গন্ধ কুরে খাচ্ছে।
০৩ আশ্বিন ১৪৩০, ১৮ সেপ্টেম্বর ২৩
শৈশব নেই, বাল্যকাল নেই
মৃত দুর্বল ঘাস ধু ধু-
খা খা করছে, দিব্যি দেখতে পাই;
প্রাণ চঞ্চল পথ গুলো
বহুদূর মনে হচ্ছে, ক্রমান্বয়ে
সরে যাচ্ছে, দীর্ঘশ্বাস-
আকাশ ছোঁয়া ভারি হচ্ছে;
অথচ সোনালি চোখ
ঝর্ণা ধারায় প্রবাহিত দিত্যক্ষণ!
ঐখানে আফসোস নেই-
শুধু জীবন্তলাশের গন্ধ কুরে খাচ্ছে।
০৩ আশ্বিন ১৪৩০, ১৮ সেপ্টেম্বর ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ২৩/০৯/২০২৩অসাধারণ।
-
অভিজিৎ হালদার ২২/০৯/২০২৩বেশ ভালো ।
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৯/২০২৩অনেক সুন্দর!
-
রাবেয়া মৌসুমী ১৯/০৯/২০২৩এত নেই কেন? বেশ ভালো।
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৯/২০২৩বেশ চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৯/২০২৩অনিন্দ্য
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৯/২০২৩অনিন্দ্যসুন্দর
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২৩আহা, ভীষণ মনকাড়া লেখা কবি