হিংসার বাসনা
যেখানে হিংসার বসবাস,
সেখানে সম্মান থাকে না
আগুনের পাশে ছাইকেই
মানাই, তেমন অন্যকিছু না;
তোমার আমার মাঝে এই বার
শুধু ভাববার বিষয় এখন!
দল ছুট করলেই- হবে না
বুঝার মতো আছে অনেক;
তাহলেই সম্মান, হিংসা নয়
একবার চিন্তা করে দেখো-
কি করছো, প্রতিহিংসা নয় তো
বিনাশ ছাড়া সম্মান আসে না
ভুল দর্শন, ভেঙ্গে ফেল আয়না
নয় তো উড়বে দুর্বলা ঘাসের বাসনা।
২৯ ভাদ্র ১৪৩০, ১৩ সেপ্টেম্বর ২৩
সেখানে সম্মান থাকে না
আগুনের পাশে ছাইকেই
মানাই, তেমন অন্যকিছু না;
তোমার আমার মাঝে এই বার
শুধু ভাববার বিষয় এখন!
দল ছুট করলেই- হবে না
বুঝার মতো আছে অনেক;
তাহলেই সম্মান, হিংসা নয়
একবার চিন্তা করে দেখো-
কি করছো, প্রতিহিংসা নয় তো
বিনাশ ছাড়া সম্মান আসে না
ভুল দর্শন, ভেঙ্গে ফেল আয়না
নয় তো উড়বে দুর্বলা ঘাসের বাসনা।
২৯ ভাদ্র ১৪৩০, ১৩ সেপ্টেম্বর ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৬/০৯/২০২৩Sundor vabna, bastob kotha
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৯/২০২৩চলার পথে হিংসা নয়
তবেই জীবন নিসংশয়। -
ফয়জুল মহী ১৪/০৯/২০২৩সুন্দর উপস্থাপন
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৯/২০২৩বেশ ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৯/২০২৩সুন্দর ব্যাখ্যা