মা বলার ডাক
মা বলার ডাক এখন চাঁদ
তারাদের মাঝে হাসে;
উঠানের ঝিঝিপোকার শব্দ
শ্রাবণের নোনা চোখ!
স্মৃতির দুধ ভাতে যেনো
দুপুরের থাল- রাতের পাটি
বসানো খাবার, সকালের পিঠা
পুলি চারপাশে শুধু হাহাকার মা;
দৌড়াই আইল পাথার ছুটে
বাবা বলে কেউ ডাকে না আর
নৈঃশব্দে ভাসো মা বলার ডাক।
১৯ শ্রাবণ ১৪২৯, ০৩ আগস্ট ২৩
তারাদের মাঝে হাসে;
উঠানের ঝিঝিপোকার শব্দ
শ্রাবণের নোনা চোখ!
স্মৃতির দুধ ভাতে যেনো
দুপুরের থাল- রাতের পাটি
বসানো খাবার, সকালের পিঠা
পুলি চারপাশে শুধু হাহাকার মা;
দৌড়াই আইল পাথার ছুটে
বাবা বলে কেউ ডাকে না আর
নৈঃশব্দে ভাসো মা বলার ডাক।
১৯ শ্রাবণ ১৪২৯, ০৩ আগস্ট ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৮/২০২৩সুমধূর
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৮/২০২৩অনুভবী উচ্চারণ কবি দা!
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২৩বাহ্ অনবদ্য ভাবনার প্রকাশ !
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০৮/২০২৩বেশ
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৮/২০২৩চমৎকার কাব্যিক আলোচনা