স্মরণ করি
শুধু শুধু মরা বৃক্ষের কথা
একটা মাছের পোনাও
মনে রাখে না; কি বাস্তব?
ছায়া, মায়া, এক চাল মমতা
যেনো পথিকের স্বার্থপরতা-
একটা মরণেও জানে না;
নির্দয় মাছ সাঁতার কাটেই যায়-
গভীর জল কিংবা নিম্ন স্রোত;
আমি বৃক্ষের খুনঠাসা আর্তনাদ-
আর কত বার স্মরণ করি।
২৯ আষাঢ় ১৪২৯, ১৩ জুলাই ২৩
একটা মাছের পোনাও
মনে রাখে না; কি বাস্তব?
ছায়া, মায়া, এক চাল মমতা
যেনো পথিকের স্বার্থপরতা-
একটা মরণেও জানে না;
নির্দয় মাছ সাঁতার কাটেই যায়-
গভীর জল কিংবা নিম্ন স্রোত;
আমি বৃক্ষের খুনঠাসা আর্তনাদ-
আর কত বার স্মরণ করি।
২৯ আষাঢ় ১৪২৯, ১৩ জুলাই ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০৭/২০২৩বেশ অনুভূতির প্রকাশ।
-
রইস উদ্দিন খান আকাশ ১৭/০৭/২০২৩অপূর্ব রূপকথা মিশে আছে শব্দের ভাজে
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৭/২০২৩অসাধারণ!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৭/২০২৩দারুণ
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২৩চমৎকার একটি লেখা
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৭/২০২৩বেশ ভালো