খুঁজে সমুদ্র
এক কথার উজানের গন্ধ
চিনি না-জানি না, ভুলে গেছি;
এমন কি মেঠোপথের ধূলো বালি!
নাকের দীর্ঘ বাতাস সব সময় বয় না
ঐ চূড়া বালিতে কিঞ্চত সুখ
সেই সুখের প্রণয় খুঁজে সমুদ্র।
আর রাত এলেই জেগে উঠে
স্বপ্ন ধোঁয়ার একাকিত্ব গল্প সুর
মলিন চোখে হাত পা বাড়ায় শুধু
একমুঠো কষ্ট মুখ খুঁজে সমুদ্র।
০৫ আষাঢ় ১৪২৯, ১৯ জুন ২৩
চিনি না-জানি না, ভুলে গেছি;
এমন কি মেঠোপথের ধূলো বালি!
নাকের দীর্ঘ বাতাস সব সময় বয় না
ঐ চূড়া বালিতে কিঞ্চত সুখ
সেই সুখের প্রণয় খুঁজে সমুদ্র।
আর রাত এলেই জেগে উঠে
স্বপ্ন ধোঁয়ার একাকিত্ব গল্প সুর
মলিন চোখে হাত পা বাড়ায় শুধু
একমুঠো কষ্ট মুখ খুঁজে সমুদ্র।
০৫ আষাঢ় ১৪২৯, ১৯ জুন ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৮/২০২৩ভালো। বেশ ভালো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৬/২০২৩দারুণ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৬/২০২৩খুব ভাল লাগল।
-
ফয়জুল মহী ১৯/০৬/২০২৩অতুলনীয় একটি কবিতা