তারায় তারায়
জীবনের অসত্য গুলো
দেহের লোমের সাথে খেলে;
পাশের বাড়ির চাঁদটা হেঁটে যায়
ঝিলমিলি আলোয়- আলোয়
তবু ময়না পাখির হাসিটা
সবুজ সোনালি ঘুড়ি, সন্ধ্যার তারায়-
তারায়, একগলা ভোরের আর্তনাদ
শুধু জেগে উঠা চোখের কান্না;
ডুবে যায় জীবনের সত্যগুলো-আয় রে
আয়- ফড়িং ঘাসে দুলি তারায় তারায়।
০৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৩ মে ২৩
দেহের লোমের সাথে খেলে;
পাশের বাড়ির চাঁদটা হেঁটে যায়
ঝিলমিলি আলোয়- আলোয়
তবু ময়না পাখির হাসিটা
সবুজ সোনালি ঘুড়ি, সন্ধ্যার তারায়-
তারায়, একগলা ভোরের আর্তনাদ
শুধু জেগে উঠা চোখের কান্না;
ডুবে যায় জীবনের সত্যগুলো-আয় রে
আয়- ফড়িং ঘাসে দুলি তারায় তারায়।
০৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৩ মে ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ৩১/০৫/২০২৩Darun
-
ফয়জুল মহী ২৩/০৫/২০২৩অসাধারণ একটা কবিতা উপহার দিয়েছেন ,
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৩/০৫/২০২৩অসাধারণ অনুভূতি। মন প্রাণ জুড়িয়ে গেল। ভালোবাসা অবিরাম