দুর্ভিক্ষ মন
আমিই দুর্ভিক্ষ রুচিমান মুখের মন
ভাবি না নিজের দুর্ভিক্ষের কথা
অহমিকার শেষ কথা হলো
নিজের দুর্ভিক্ষ রুচিমান মুখ;
আমি সমাজের আলো ফুটাই
অন্ধকারও ফু দিয়ে নিভাই
দুর্ভিক্ষ দেখি দুর্বলাঘাসের ডগায়
তোরা আয় ফিরে- সময় নাই
দুর্ভিক্ষ রুচিমন এমনে এমনি হয় না
কার ঈষা লাগে, কার মৃত্য এমন ভাবে।
১৮ চৈত্র ১৪২৯, ০২ এপ্রিল ২৩
ভাবি না নিজের দুর্ভিক্ষের কথা
অহমিকার শেষ কথা হলো
নিজের দুর্ভিক্ষ রুচিমান মুখ;
আমি সমাজের আলো ফুটাই
অন্ধকারও ফু দিয়ে নিভাই
দুর্ভিক্ষ দেখি দুর্বলাঘাসের ডগায়
তোরা আয় ফিরে- সময় নাই
দুর্ভিক্ষ রুচিমন এমনে এমনি হয় না
কার ঈষা লাগে, কার মৃত্য এমন ভাবে।
১৮ চৈত্র ১৪২৯, ০২ এপ্রিল ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০৪/২০২৩সুন্দর বলেছেন!
-
ফয়জুল মহী ০৩/০৪/২০২৩চমৎকার লিখেছেন, কলম চলুক অবিরত।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৪/২০২৩সুন্দর