শেষ হবার নয়
দেখো, স্বপ্নের মধ্যে
রাত দিন থাকে না;
তবু আমরা পার্থক্য খুঁজি-
সকালের মধ্যে!
বিকালটা হেঁটে যায়-
সাত তারার সন্ধ্যায়;
অতঃপর স্বপ্ন দেখা চোখ-
শেষ হবার নয়
ঘুরে ফিরে একটাই পাই
ভালবাসা আঁধার সাজায়।
০৮ চৈত্র ১৪২৯, ২২ মার্চ ২৩
রাত দিন থাকে না;
তবু আমরা পার্থক্য খুঁজি-
সকালের মধ্যে!
বিকালটা হেঁটে যায়-
সাত তারার সন্ধ্যায়;
অতঃপর স্বপ্ন দেখা চোখ-
শেষ হবার নয়
ঘুরে ফিরে একটাই পাই
ভালবাসা আঁধার সাজায়।
০৮ চৈত্র ১৪২৯, ২২ মার্চ ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৩/২০২৩অনন্য!
-
মাহতাব বাঙ্গালী ২৩/০৩/২০২৩that is the dream which is totally independent; nice poetic theme
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৩/০৩/২০২৩স্বপ্ন অনাবিল।
-
শ.ম. শহীদ ২২/০৩/২০২৩অসাধারণ।
-
ফয়জুল মহী ২২/০৩/২০২৩অনিন্দ্য সুন্দর উপস্থাপন।