স্বাধীনতার স্নান
চোখে উড়াও স্বাধীনতার বুনোহাঁস
আর সাদা মেঘে মেঘে বক দৌড়;
রঙধনু বিকাল- সাত তারার সন্ধ্যা-
এমন কি ঝড় তুফানের বজ্র ডাক!
স্বাধীনতার মাঠ মানে রক্তচক্ষু নয়
তর্ক বির্তকের আঘাত প্রতিঘাত নয়
খা খা করা চৈত্রের পোড়ানো ইট ভাটা
নর্দমার মতো হিংসা করা বর্ণমালার
ভাষা নয়; চক্ষু জুড়ে রাখো সমাধিকার-
মন চঞ্চল, রঙিন সীমাহীন আকাশ-
জ্ঞান যুক্তি সমাহার শুধু বক দৌড়!
দেহের চৌকাঠে স্বাধীনতার স্নান।
২৮ ফাল্গুন ১৪২৯, ১৩ মার্চ ২৩
আর সাদা মেঘে মেঘে বক দৌড়;
রঙধনু বিকাল- সাত তারার সন্ধ্যা-
এমন কি ঝড় তুফানের বজ্র ডাক!
স্বাধীনতার মাঠ মানে রক্তচক্ষু নয়
তর্ক বির্তকের আঘাত প্রতিঘাত নয়
খা খা করা চৈত্রের পোড়ানো ইট ভাটা
নর্দমার মতো হিংসা করা বর্ণমালার
ভাষা নয়; চক্ষু জুড়ে রাখো সমাধিকার-
মন চঞ্চল, রঙিন সীমাহীন আকাশ-
জ্ঞান যুক্তি সমাহার শুধু বক দৌড়!
দেহের চৌকাঠে স্বাধীনতার স্নান।
২৮ ফাল্গুন ১৪২৯, ১৩ মার্চ ২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৭/২০২৩অনুপম লেখনী। সুন্দর ভাবনা।
-
ফারুক হাসান ১৬/০৩/২০২৩সত্যি খুব সুন্দর।স্বাধীনতা নিয়ে লেখা কবিতা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৩/২০২৩দারুণ।
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৩/২০২৩অসামান্য!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৩/২০২৩দারুণ
-
ফয়জুল মহী ১৪/০৩/২০২৩সুন্দর লেখা
শুভ কামনা