মর্যাদা
বন্ধু ! বয়স মানে না
গন্ধ বিরল হয়ে ছুটে চলে
অথচ অভিমান ব্যথা
পাথর নয় যেনো সুখ ঝর্ণা-
বুঝতে পাও বন্ধু, প্রণয়ের
স্বার্থপরতা দেখি না-
দেখি না অহমিকার ছবি
দিতে চাই বন্ধুর মর্যাদা;
০৯ ফাল্গুন ১৪২৯, ২২ ফেব্রুয়ারি’২৩
গন্ধ বিরল হয়ে ছুটে চলে
অথচ অভিমান ব্যথা
পাথর নয় যেনো সুখ ঝর্ণা-
বুঝতে পাও বন্ধু, প্রণয়ের
স্বার্থপরতা দেখি না-
দেখি না অহমিকার ছবি
দিতে চাই বন্ধুর মর্যাদা;
০৯ ফাল্গুন ১৪২৯, ২২ ফেব্রুয়ারি’২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ২৩/০২/২০২৩সুন্দর কবিতা
-
ফয়জুল মহী ২৩/০২/২০২৩সুন্দর লিখেছেন ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০২/২০২৩বেশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০২/২০২৩খুব সুন্দর বন্ধুর বর্ণনা।কবিকে শুভেচ্ছা।