কথন মুখ
সৌন্দর্য মুগ্ধ করে ঐ বালুচর
কি জানি গন্ধ নাকের গভিরে;
ঘুড়ি উড়ানো বাতাসের ছুঁয়া!
বালুচরে যায় উড়ে সোনালি
সময় কিংবা মধ্যদুপুরের ঘুম;
দুধের ফর্সা রঙ মেঘে মেঘে
ভাসে, শ্রাবণ কিংবা ফাল্গুনের
রাত-উচ্ছ্বালে উঠে ঐ বালুচর
তবু একটা প্রাপ্তি পানির মতো
গড়ে যায় পাগলের কথন মুখ।
০৩ ফাল্গুন ১৪২৯, ১৬ ফেব্রুয়ারি’২৩
কি জানি গন্ধ নাকের গভিরে;
ঘুড়ি উড়ানো বাতাসের ছুঁয়া!
বালুচরে যায় উড়ে সোনালি
সময় কিংবা মধ্যদুপুরের ঘুম;
দুধের ফর্সা রঙ মেঘে মেঘে
ভাসে, শ্রাবণ কিংবা ফাল্গুনের
রাত-উচ্ছ্বালে উঠে ঐ বালুচর
তবু একটা প্রাপ্তি পানির মতো
গড়ে যায় পাগলের কথন মুখ।
০৩ ফাল্গুন ১৪২৯, ১৬ ফেব্রুয়ারি’২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০২/২০২৩সুন্দর কবি দা!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০২/২০২৩বেশ সুন্দর প্রকাশ।
-
ফয়জুল মহী ১৬/০২/২০২৩চমৎকার শব্দে খুব সুন্দর বুনন প্রিয় ।
-
অভিজিৎ হালদার ১৬/০২/২০২৩ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০২/২০২৩বেশ সুন্দর