চাঁদের গন্ধ বহুদুর
বামনের সাদা ঘরে- চাঁদ কেনো
যে খেলতে না রাজি-তবু ঝিলমিল
জোছনাময় যত কষ্ট, ব্যর্থতায়
মেঠোপথে হেঁটে যায়- মন মরা
ধানশালিক; কোন এক সময় চৈত্রের
ধূলি উড়ে যায়-কালো ধোঁয়া উড়ানো
চাঁদের সাথে ছায়া চলে একাকী!
যত সব সোনালি রুপলী কথোন
ভাবতে অবাক লাগে, রঙিন রাতে
এখনো হাত ছুঁয়া চাঁদের গন্ধ বহুদুর।
১২ মাঘ ১৪২৯, ২৬ জানুয়ারি’২৩
যে খেলতে না রাজি-তবু ঝিলমিল
জোছনাময় যত কষ্ট, ব্যর্থতায়
মেঠোপথে হেঁটে যায়- মন মরা
ধানশালিক; কোন এক সময় চৈত্রের
ধূলি উড়ে যায়-কালো ধোঁয়া উড়ানো
চাঁদের সাথে ছায়া চলে একাকী!
যত সব সোনালি রুপলী কথোন
ভাবতে অবাক লাগে, রঙিন রাতে
এখনো হাত ছুঁয়া চাঁদের গন্ধ বহুদুর।
১২ মাঘ ১৪২৯, ২৬ জানুয়ারি’২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০১/২০২৩বেশ!
-
ফয়জুল মহী ২৬/০১/২০২৩চমৎকার লিখেছেন।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০১/২০২৩আসলেই ভাবতে অবাক লাগে।