প্রতিপালন
বাস্তবতার কঠিন সিঁড়িতে দাঁড়িয়ে-
সিঁড়ি গুণতে পারো না, তাহলে
ইটের কষ্ট বুঝবে কি ভাবে? তুমি
তো কল্পনিক স্বপ্ন বাতাসে পিছু টানও
বাস্তবতা বুঝবে কি ভাবে- বাস্তবতা
খুব সহজ চারপাশ দেখলেই বুঝা যায়
অথচ সেই দেখার চোখ নেই শুধু সিঁড়ি,
দেয়াল, পালঙ্ক জুড়ে যত সব সন্দহ-
বলো সংসার ধর্ম পালন কি ভাবে হবে?
সবই দেখি বাস্তবতার নিরীক্ষে প্রতিপালন।
২৭ পৌষ ১৪২৯, ১১ জানুয়ারি’২৩
সিঁড়ি গুণতে পারো না, তাহলে
ইটের কষ্ট বুঝবে কি ভাবে? তুমি
তো কল্পনিক স্বপ্ন বাতাসে পিছু টানও
বাস্তবতা বুঝবে কি ভাবে- বাস্তবতা
খুব সহজ চারপাশ দেখলেই বুঝা যায়
অথচ সেই দেখার চোখ নেই শুধু সিঁড়ি,
দেয়াল, পালঙ্ক জুড়ে যত সব সন্দহ-
বলো সংসার ধর্ম পালন কি ভাবে হবে?
সবই দেখি বাস্তবতার নিরীক্ষে প্রতিপালন।
২৭ পৌষ ১৪২৯, ১১ জানুয়ারি’২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৬/০৩/২০২৩সুন্দর প্রতিপালন।
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০১/২০২৩সুন্দর অনুভবী উচ্চারণ কবি দা!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০১/২০২৩ভালো
-
অভিজিৎ হালদার ১২/০১/২০২৩ভালো
-
ফয়জুল মহী ১১/০১/২০২৩অনুভূতির অসাধারণ অনুভব
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০১/২০২৩অনেক সুন্দর লিখেছেন, কবি লিটন। শুভ কামনা রইলো।