সমতল ঢেউ
মাটির কাছে থেকেও
মাটির গভীরতা বুঝি না;
আকাশের দূরত্বটা অনেক-
বাতাস সেতো স্পর্শকাতর!
শীতকেও হার মানছে; তবু
মাটির চিন্তা নেই কারণ-
সব জায়গায় সমতল ঢেউ;
জলের চিন্তা দক্ষিণে চলা
রহস্যভেদ শুধু মৃত্যুর গন্ধ
উত্তর দক্ষিণে ঘুম পারা সুখ।
২০ পৌষ ১৪২৯, ০৪ জানুয়ারি’২৩
মাটির গভীরতা বুঝি না;
আকাশের দূরত্বটা অনেক-
বাতাস সেতো স্পর্শকাতর!
শীতকেও হার মানছে; তবু
মাটির চিন্তা নেই কারণ-
সব জায়গায় সমতল ঢেউ;
জলের চিন্তা দক্ষিণে চলা
রহস্যভেদ শুধু মৃত্যুর গন্ধ
উত্তর দক্ষিণে ঘুম পারা সুখ।
২০ পৌষ ১৪২৯, ০৪ জানুয়ারি’২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ০৫/০১/২০২৩খুব সুন্দর কবিতা , দারুণ লাগলো
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০১/২০২৩ভীষণ সুন্দর উপলব্ধিময় উচ্চারণ!
-
ফয়জুল মহী ০৪/০১/২০২৩সুন্দর উপলব্ধি ,সত্যিই সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০১/২০২৩বেশ অনুভূতির প্রকাশ।