ঘৃণা করি মৃত্যু
জীবন মানেই অসহায়-নিঠুর নিয়তির নাম।
কিছুটা বুঝে নিঝুম নিম গাছের পাতা আর
খেজুর গাছের কিছু যায় আসে না-
আর্তনাদের কণ্ঠ শুধু দীর্ঘ হয়!
মৃত্যুর কোন লজ্জা নেই, নির্লজ্জর মতো
পিরিতির বাসা বাঁধে জীবন নিঃশেষ;
সততার মৃত্যু, কি বীভর্স ভয়ঙ্কর-
স্বচ্ছ চোখে বুঝা যায়, মৃত্যু তোমাকে ঘৃণা করি
এভাবে অতীতেও কেউ করে আসছিল-
দেহের ভীতর আসবে ঠিকই, তবু উল্টো দিকে
জঘন্য ভাবে কতখানি ঘৃণা করি মৃত্যু।
০৬ পৌষ ১৪২৯, ২১ ডিসেম্বর’২২
কিছুটা বুঝে নিঝুম নিম গাছের পাতা আর
খেজুর গাছের কিছু যায় আসে না-
আর্তনাদের কণ্ঠ শুধু দীর্ঘ হয়!
মৃত্যুর কোন লজ্জা নেই, নির্লজ্জর মতো
পিরিতির বাসা বাঁধে জীবন নিঃশেষ;
সততার মৃত্যু, কি বীভর্স ভয়ঙ্কর-
স্বচ্ছ চোখে বুঝা যায়, মৃত্যু তোমাকে ঘৃণা করি
এভাবে অতীতেও কেউ করে আসছিল-
দেহের ভীতর আসবে ঠিকই, তবু উল্টো দিকে
জঘন্য ভাবে কতখানি ঘৃণা করি মৃত্যু।
০৬ পৌষ ১৪২৯, ২১ ডিসেম্বর’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপূর্ব দেব ২৩/০২/২০২৩দুর্দান্ত একতা কবিতা পড়লাম
-
বোরহানুল ইসলাম লিটন ২৩/১২/২০২২সুন্দর অনুভবের ব্যক্ততা কবি দা!
-
অভিজিৎ হালদার ২২/১২/২০২২ভাল ভাব্নাময়
-
ফয়জুল মহী ২১/১২/২০২২অনিন্দ্য সুন্দর উপস্থাপন।