উষ্ণতার জার্সি
সময়টা এখন মাঠ ভরা ফুটবল-
প্রিয় দলের জার্সি গায়ে হায় উল্লাস
টিভির পর্দায়, এলার্জির আর্তনাদ
রাস্তার মোড়ে মোড়ে আর বাতাসের
গায়ে পতপত করে উড়ছে পতাকা
আপন চিত্রা কোথায় রাখি বলো ভেবে
পাচ্ছি না, তবু ওরা প্রিয় দল নিয়ে ব্যস্ত
রাস্তা পারাপারে সাদা চিহ্ন থাকা সত্ত্বেও
গাড়ি স্লো করে না-কখন হবে দুর্ঘটনা
প্রাণ বুঝি যায়,ফুটবলে হায় উল্লাস পায়
এই হলো নাকের ডগায় বাস্তবতা, আর
জেগে থাকা হিমশীতল উষ্ণতার জার্সি।
১৯ অগ্রহায়ণ ১৪২৯, ০৪ ডিসেম্বর’২২
প্রিয় দলের জার্সি গায়ে হায় উল্লাস
টিভির পর্দায়, এলার্জির আর্তনাদ
রাস্তার মোড়ে মোড়ে আর বাতাসের
গায়ে পতপত করে উড়ছে পতাকা
আপন চিত্রা কোথায় রাখি বলো ভেবে
পাচ্ছি না, তবু ওরা প্রিয় দল নিয়ে ব্যস্ত
রাস্তা পারাপারে সাদা চিহ্ন থাকা সত্ত্বেও
গাড়ি স্লো করে না-কখন হবে দুর্ঘটনা
প্রাণ বুঝি যায়,ফুটবলে হায় উল্লাস পায়
এই হলো নাকের ডগায় বাস্তবতা, আর
জেগে থাকা হিমশীতল উষ্ণতার জার্সি।
১৯ অগ্রহায়ণ ১৪২৯, ০৪ ডিসেম্বর’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/১২/২০২২সুনিপুণ কলমের আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে লেখাটি , অসাধারণ ভাবনার অপূর্ব প্রকাশ মুগ্ধ হলাম পাঠে
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/১২/২০২২সুন্দর অনুভূতির প্রকাশ।