নিবাস
সবুজ মাঠের গায়ে ধান শালিকের
গন্ধ- উড়াল, ভালই ছিল! শহরের ইট
পাথর ছোঁয়া-সোনালি রাস্তার মোড়ে-মোড়ে
মানুষের প্রণয় নেই শুধু অহমিকা হেঁটে যায়;
অথচ গাঁয়ের মৃত্তিকার গন্ধ সুবাস কেমন
করে ভুলে যায়, আমি বাবুই,বুঝি না কিছুই;
সহজ ভাবে বাঁচার স্বাদ-ইচ্ছার ডানা রাখি সাজ!
চলো অল্পতে সুখে থাকি সংসার মোহনায়-
ধান শালিকের মাঠে কিংবা শহর ইট পাথরের
দেয়ালে খুঁজে নেয় আপন ঠিকানার নিবাস।
১১ কার্তিক ১৪২৯, ২৭ অক্টোবর ’২২
গন্ধ- উড়াল, ভালই ছিল! শহরের ইট
পাথর ছোঁয়া-সোনালি রাস্তার মোড়ে-মোড়ে
মানুষের প্রণয় নেই শুধু অহমিকা হেঁটে যায়;
অথচ গাঁয়ের মৃত্তিকার গন্ধ সুবাস কেমন
করে ভুলে যায়, আমি বাবুই,বুঝি না কিছুই;
সহজ ভাবে বাঁচার স্বাদ-ইচ্ছার ডানা রাখি সাজ!
চলো অল্পতে সুখে থাকি সংসার মোহনায়-
ধান শালিকের মাঠে কিংবা শহর ইট পাথরের
দেয়ালে খুঁজে নেয় আপন ঠিকানার নিবাস।
১১ কার্তিক ১৪২৯, ২৭ অক্টোবর ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৫/১১/২০২২
-
সাইয়িদ রফিকুল হক ০২/১১/২০২২সেইসব দিনের স্মৃতি!
-
ফয়জুল মহী ২৭/১০/২০২২মনোমুগ্ধকর কবিতা , মুগ্ধ হলেম।
অনেক অনেক অভিবাদন।