এলোমেলো
আমার শব্দ ভাষা
সাদা লোমের সাথে ঝরে যাচ্ছে;
দৃষ্টির যুগান্তর যেনো
বৃন্ধ চমড়ার মতো ঝুলে পরছে!
খুঁজে না আর কেউ!
কবরের স্তম্ভ যশ খাতিরের গন্ধ
ঘাসফড়িংএর কষ্ট নাচ;
শব্দ ভাষা বাহিরে হয়ে যাচ্ছে অন্ধ
কোন সীমানা পাচ্ছি না-
ঠোঁট মাখা রঙ সবাই এলোমেলো।
০৮ কার্তিক ১৪২৯, ২৪ অক্টোবর ’২২
সাদা লোমের সাথে ঝরে যাচ্ছে;
দৃষ্টির যুগান্তর যেনো
বৃন্ধ চমড়ার মতো ঝুলে পরছে!
খুঁজে না আর কেউ!
কবরের স্তম্ভ যশ খাতিরের গন্ধ
ঘাসফড়িংএর কষ্ট নাচ;
শব্দ ভাষা বাহিরে হয়ে যাচ্ছে অন্ধ
কোন সীমানা পাচ্ছি না-
ঠোঁট মাখা রঙ সবাই এলোমেলো।
০৮ কার্তিক ১৪২৯, ২৪ অক্টোবর ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো.রিদওয়ান আল হাসান ২৫/১০/২০২২শিহরণ জাগানিয়া লেখনি!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/১০/২০২২খুব সুন্দর
-
ফয়জুল মহী ২৪/১০/২০২২সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য বিশেষ শুভেচ্ছা
-
এম এম হোসেন ২৪/১০/২০২২বেশ