আমার জান্নাত জাহান্নাম
মা জননীর দুধ খেয়ে খেয়ে
সন্তান হেঁটে চলে! কি আনন্দ-
মায়ের পৃথিবী কি আলোকিত!
স্বপ্ন সুখের ঘুম- ভোরের হাসি
বাগান জুড়ে একটাই সূর্যমুখি;
কষ্টের বড় ধন,তবু সন্তান বলে কথা-
পদদলিত হইও না মন করে অম্লান।
গায়ের চমড়ায় জুতো বানালেও
কোন ঋণ শোধ হবে না মা, তুমি
আমার জান্নাত কিংবা জাহান্নাম।
২১ আশ্বিন ১৪২৯, ০৬ অক্টোবর ’২২
সন্তান হেঁটে চলে! কি আনন্দ-
মায়ের পৃথিবী কি আলোকিত!
স্বপ্ন সুখের ঘুম- ভোরের হাসি
বাগান জুড়ে একটাই সূর্যমুখি;
কষ্টের বড় ধন,তবু সন্তান বলে কথা-
পদদলিত হইও না মন করে অম্লান।
গায়ের চমড়ায় জুতো বানালেও
কোন ঋণ শোধ হবে না মা, তুমি
আমার জান্নাত কিংবা জাহান্নাম।
২১ আশ্বিন ১৪২৯, ০৬ অক্টোবর ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/১১/২০২২অসাধারণ।
-
ফয়জুল মহী ০৭/১০/২০২২Excellent written
-
শ.ম. শহীদ ০৬/১০/২০২২Very Nice
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/১০/২০২২সুন্দর
-
জামাল উদ্দিন জীবন ০৬/১০/২০২২চমৎকার