শুধুই আমার
তোমার পৃথিবীর সৌরজগতটা কে ধরতে চাই
কিন্তু আমার বায়ুমণ্ডল ঘুরে- ঘুরে তোমার
সীমানায় এসে দাঁড়াই ! অথচ তুমি দেখো না
নিজকে মনে করো সূর্য রাঙা চাঁদমুখি চাঁদ!
জানো তোমার আমার পৃথিবী শূন্যতেই ভাসমান
অমাবস্যা কিংবা রাতের আঁধারে প্রেম-
অন্য কোন গ্রহ কে চিনি না- জানি না
তোমার সৌরজগৎ মানে শুধুই আমার।
০৭ আশ্বিন ১৪২৯, ২২ সেপ্টেম্বর ’২২
কিন্তু আমার বায়ুমণ্ডল ঘুরে- ঘুরে তোমার
সীমানায় এসে দাঁড়াই ! অথচ তুমি দেখো না
নিজকে মনে করো সূর্য রাঙা চাঁদমুখি চাঁদ!
জানো তোমার আমার পৃথিবী শূন্যতেই ভাসমান
অমাবস্যা কিংবা রাতের আঁধারে প্রেম-
অন্য কোন গ্রহ কে চিনি না- জানি না
তোমার সৌরজগৎ মানে শুধুই আমার।
০৭ আশ্বিন ১৪২৯, ২২ সেপ্টেম্বর ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৩/০৯/২০২২অনন্য সুন্দর লেখা পাঠে মুগ্ধ হলাম শব্দের অনুভূতির ছোঁয়ায় ছুঁয়ে যাওয়া ভালোবাসা রেখে গেলাম
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২২/০৯/২০২২সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০৯/২০২২মনোমুগ্ধকর।