ঘ্রাণ ছুঁইলাম
জীবিত দেয়ালের চারপাশে ঘুরতেছিলাম;
নিঃশ্বাসের ঘ্রাণে নৈঃশব্দের অনুভবে ভাসতেছিলাম
টিভির ঘরে নাকট সিনেমার দৃষ্টি চোখ একইছিল
মাটির গা জুড়ে কলঙ্ক বুঝতাম না-চাঁদও কলঙ্ক আছে,
শুধু শুনতাম; তখন থেকেই সব যত প্রশ্ন জোয়ার
কলঙ্ক কি- কলঙ্ক কি? কলাগাছ দেখে বুঝলাম-
যখন কলাগাছের কলঙ্ক হয়, তখন নাকি
সে মারা যায়; অথচ কলঙ্ক ছাড়া বরই, তেঁতুল,
এমনকি আম গাছ হয় না; পথিকের দৃষ্টি পলক পরে
হাত ছুঁয়া ঢিল মারে; এই হলো প্রেমের কলঙ্ক-
একদিন এভাবে কলঙ্ক আলু ভর্তা দেহে মাখলাম
জোনাক জ্বলা রাতে প্রেমের সূর্যমুখির ঘ্রাণ ছুঁইলাম।
০৩ আশ্বিন ১৪২৯, ১৮ সেপ্টেম্বর ’২২
নিঃশ্বাসের ঘ্রাণে নৈঃশব্দের অনুভবে ভাসতেছিলাম
টিভির ঘরে নাকট সিনেমার দৃষ্টি চোখ একইছিল
মাটির গা জুড়ে কলঙ্ক বুঝতাম না-চাঁদও কলঙ্ক আছে,
শুধু শুনতাম; তখন থেকেই সব যত প্রশ্ন জোয়ার
কলঙ্ক কি- কলঙ্ক কি? কলাগাছ দেখে বুঝলাম-
যখন কলাগাছের কলঙ্ক হয়, তখন নাকি
সে মারা যায়; অথচ কলঙ্ক ছাড়া বরই, তেঁতুল,
এমনকি আম গাছ হয় না; পথিকের দৃষ্টি পলক পরে
হাত ছুঁয়া ঢিল মারে; এই হলো প্রেমের কলঙ্ক-
একদিন এভাবে কলঙ্ক আলু ভর্তা দেহে মাখলাম
জোনাক জ্বলা রাতে প্রেমের সূর্যমুখির ঘ্রাণ ছুঁইলাম।
০৩ আশ্বিন ১৪২৯, ১৮ সেপ্টেম্বর ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৪/১০/২০২২চমৎকার।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০৯/২০২২অনন্য রচনা।
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৯/২০২২অতিশয় হৃদয়ছোঁয়া প্রয়াস কবি দা!
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৯/২০২২বেশ ভাবনা।
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২২প্রাণময় কলমের তুলিতে প্রাণচাঞ্চল্য লিখনশৈলি । জয় হোক সুস্থ সাহিত্যর।