না
নিয়মতান্ত্রিক ধূলি পথে হাঁটলে হাঁটলে
আকাশের ছায়া প্রয়োজন পরে না
রাস্তার বাঁকা মোড়ে দৌড়ালে দৌড়ালে
চোর বাটপাড় চোখে ঝিলিক মারে না
সবই স্বার্থবাদী ক্ষমতার মহলে মহলে
শুধু মনের দাপটে থাকা যায় না
অথচ অবুঝ দ্বার যখন তখন খুলে খুলে
অবুঝের মুখ এতোটুকু বুঝে না
এখন নিয়মতান্ত্রিক কল্প বাসনা বাসনা
সাধু চোর বাটপাড় কথা শুনে না।
২৯ ভাদ্র ১৪২৯, ১৩ সেপ্টেম্বর ’২২
আকাশের ছায়া প্রয়োজন পরে না
রাস্তার বাঁকা মোড়ে দৌড়ালে দৌড়ালে
চোর বাটপাড় চোখে ঝিলিক মারে না
সবই স্বার্থবাদী ক্ষমতার মহলে মহলে
শুধু মনের দাপটে থাকা যায় না
অথচ অবুঝ দ্বার যখন তখন খুলে খুলে
অবুঝের মুখ এতোটুকু বুঝে না
এখন নিয়মতান্ত্রিক কল্প বাসনা বাসনা
সাধু চোর বাটপাড় কথা শুনে না।
২৯ ভাদ্র ১৪২৯, ১৩ সেপ্টেম্বর ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/০৯/২০২২
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২২অসাধারণ লেখা।
খুব ভালো লাগল। -
অভিজিৎ হালদার ১৩/০৯/২০২২বেশ অনুভবের....
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৯/২০২২সুন্দর
ভাল হয়েছে।