অক্লান্ত ঘাস
ভাদ্ররী মেঘলা আকাশ
বর্ণ চূড়ায় বিষাদের অনল
তবু পুড়ছে না মাটির মন
ভাদ্ররী মেঘলা আকাশ;
এই সরিষা ফুলের মাঠ
এতো বর্ষায় ভাসছে পাপড়ি
অথচ বৃষ্টির আনন্দ নেই;
যত সরিষা ফুলের মাঠ!
মেঘ শূন্য আঁধারে আর্তনাদ
ঘন রাতদুপুরে সর্বনাশ-
স্নিগ্ধ ভোরে অক্লান্ত ঘাস!
বলো কে বায় বাতাস?
০৮ ভাদ্র ১৪২৯, ২৩ আগস্ট ’২২
বর্ণ চূড়ায় বিষাদের অনল
তবু পুড়ছে না মাটির মন
ভাদ্ররী মেঘলা আকাশ;
এই সরিষা ফুলের মাঠ
এতো বর্ষায় ভাসছে পাপড়ি
অথচ বৃষ্টির আনন্দ নেই;
যত সরিষা ফুলের মাঠ!
মেঘ শূন্য আঁধারে আর্তনাদ
ঘন রাতদুপুরে সর্বনাশ-
স্নিগ্ধ ভোরে অক্লান্ত ঘাস!
বলো কে বায় বাতাস?
০৮ ভাদ্র ১৪২৯, ২৩ আগস্ট ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ৩০/০৮/২০২২ভালো লাগলো ।
-
আবু বক্কর ২৮/০৮/২০২২দারুণতার উদ্দীপ্ত ছোয়ায় আবেগের চরম প্রকাশে বিষয়ের ভাবার্তের সুন্দর প্রকাশ ঘটেছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৮/২০২২বেশ ভাল!
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০৮/২০২২বিষাদের অনল দিকে দিকে।
-
Md. Rayhan Kazi ২৩/০৮/২০২২বাহ্ দারুণ
-
ফয়জুল মহী ২৩/০৮/২০২২খুবই অসাধারণ লিখেছেন মুগ্ধতা রেখে গেলাম।