বৃষ্টির ক্রন্দন
সেই দিন পূর্ণিমা রাতের গায়ে,
মনোরম বিজলিবাতি জ্বলছিল!
তাঁর মনের গভীরে এতোটুকু
সাহস হারানি;বিশ্বাসছিল অটুট!
মলিন ঠোঁটে বলে উঠত-কে- কে
রক্তের গঙ্গা ঝরাবে? অথচ ওতপেতে
হায়নার দল- তাজা রক্ত ঝরাল;
এই রক্ত বাংলার প্রতিটি প্রাণীর!
টক বগে রক্ত- বজ্রকম্পোনের মতো
প্রতিধ্বনি হলো সারা দেশ জুড়ে
বৃষ্টির ক্রন্দনে চিৎকার আওয়াজ;
চারিদিকে আঁধার আফসোস; কি
হারালাম শুধুই নোনা জলে অম্লান
করে গেলো শোক, অন্তর পুড়ে খাঁটি।
৩০ শ্রাবণ ১৪২৯, ১৪ আগস্ট ’২২
মনোরম বিজলিবাতি জ্বলছিল!
তাঁর মনের গভীরে এতোটুকু
সাহস হারানি;বিশ্বাসছিল অটুট!
মলিন ঠোঁটে বলে উঠত-কে- কে
রক্তের গঙ্গা ঝরাবে? অথচ ওতপেতে
হায়নার দল- তাজা রক্ত ঝরাল;
এই রক্ত বাংলার প্রতিটি প্রাণীর!
টক বগে রক্ত- বজ্রকম্পোনের মতো
প্রতিধ্বনি হলো সারা দেশ জুড়ে
বৃষ্টির ক্রন্দনে চিৎকার আওয়াজ;
চারিদিকে আঁধার আফসোস; কি
হারালাম শুধুই নোনা জলে অম্লান
করে গেলো শোক, অন্তর পুড়ে খাঁটি।
৩০ শ্রাবণ ১৪২৯, ১৪ আগস্ট ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুসঙ্গ শাওন ১৭/০৮/২০২২সুন্দর প্রতিবাদী কবিতা
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৮/২০২২সুন্দর প্রতিবাদী লেখা কবি দা!
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৪/০৮/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২২বাহ্ খুবই সুন্দর লেখা
-
Md. Rayhan Kazi ১৪/০৮/২০২২চমৎকার