অভিশাপ নয়
তুমি তো আঁধার দেখো বেশ!
তোমার পা নেই তবু ছুটছো-
বহুদূর; সৃষ্টি দেখো তোমরা
নতুন কিছু আলোকিত কর
বিশ্বময়- এ ধরণি সাদা মেঘ
মুখ উজ্জ্বল কর; অসহায় নয়
দৃষ্টান্তর রেখে যাও- ইতিহাস
কিংবা এক বুক চির বিস্মরণ!
তোমরা স্রষ্টার অভিশাপ নয়
সর্বময় কল্যাণকর আশীর্বাদ।
২০ শ্রাবণ ১৪২৯, ০৩ আগস্ট ’২২
তোমার পা নেই তবু ছুটছো-
বহুদূর; সৃষ্টি দেখো তোমরা
নতুন কিছু আলোকিত কর
বিশ্বময়- এ ধরণি সাদা মেঘ
মুখ উজ্জ্বল কর; অসহায় নয়
দৃষ্টান্তর রেখে যাও- ইতিহাস
কিংবা এক বুক চির বিস্মরণ!
তোমরা স্রষ্টার অভিশাপ নয়
সর্বময় কল্যাণকর আশীর্বাদ।
২০ শ্রাবণ ১৪২৯, ০৩ আগস্ট ’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৮/২০২২বেশ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৮/২০২২বেশ অনুভূতির।
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৮/২০২২ওরা বিধাতার আশীর্বাদ কবি দা!
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২২অসাধারণ অনুভূতিতে অপূর্ব রচনাশৈলী