কলার ছড়ি
কলার ছড়ি দু’হাতের চিপায়
হেঁটে যাচ্ছে তো যাচ্ছে- দৃষ্টিপাত
আমজনতা রাত দুপুর কিংবা
ভোরের শিশির সিক্ত পথের ধূলি বালি।
কলার পুষ্টি স্বাদের অভাব অনুভব সৃষ্টি-
অথচ রমনির শিল পাটা দাঁতের কপোত কপোত
শব্দ আওয়াজ যেনো সার্থকতার বাহক!
তবু কলার রঙ বাহারি ফুরায় না যুগের ইতি মাত্র;
কবির মন বলে কথা- হরেক রকম কলা-
চোখ ভরে- মন খুলে দেহের ভাজে ভাজে
অতঃপর খসা থাকা শর্তেও কলার অযন্ত্রে
অবহেলায় মরীচিকা সোনালি কলার ছড়ি।
০৪ শ্রাবণ ১৪২৯, ১৯জুলাই’২২
হেঁটে যাচ্ছে তো যাচ্ছে- দৃষ্টিপাত
আমজনতা রাত দুপুর কিংবা
ভোরের শিশির সিক্ত পথের ধূলি বালি।
কলার পুষ্টি স্বাদের অভাব অনুভব সৃষ্টি-
অথচ রমনির শিল পাটা দাঁতের কপোত কপোত
শব্দ আওয়াজ যেনো সার্থকতার বাহক!
তবু কলার রঙ বাহারি ফুরায় না যুগের ইতি মাত্র;
কবির মন বলে কথা- হরেক রকম কলা-
চোখ ভরে- মন খুলে দেহের ভাজে ভাজে
অতঃপর খসা থাকা শর্তেও কলার অযন্ত্রে
অবহেলায় মরীচিকা সোনালি কলার ছড়ি।
০৪ শ্রাবণ ১৪২৯, ১৯জুলাই’২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০৭/২০২২খুব সুন্দর বিষয়।
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২২চমত্কার প্রকাশ
পাঠে বেশ তৃপ্তি পেলাম